বয়স ১০ ছাড়ালে আফগান মেয়েদের জন্য স্কুল নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৭, ২০২৩, ০২:০০ এএম

বয়স ১০ ছাড়ালে আফগান মেয়েদের জন্য স্কুল নিষিদ্ধ

সংগৃহীত ছবি

১০ বছরের বেশি বয়সী ও লম্বা মেয়েদের ‘বাড়িতে পাঠিয়ে দেয়ার’ অনুরোধ জানিয়েছে আফগানিস্তানের শাসনের দায়িত্বে থাকা তালেবান সরকার। দেশটির কয়েকটি প্রদেশে তৃতীয় শ্রেণির ওপরে অধ্যয়নরত অথবা ১০ বছরের বেশি বয়সী মেয়ে শিশুদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, স্কুলের প্রধানদের ‘১০ বছরের বেশি বয়সী মেয়েদের প্রাইমারিতে পড়ার অনুমতি নেই’ বলে জানিয়েছেন গজনি প্রদেশের তালেবানশাসিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের কিছু অঞ্চলে তৃতীয় শ্রেণির ওপরে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের ‘বাড়িতে পাঠিয়ে দেয়ার’ অনুরোধ জানানো হয়েছে। স্কুল প্রধানদের প্রতি এ অনুরোধ জানিয়েছে দেশটির ‘প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয়’, যা আগে নারীবিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিচিত ছিল।

পূর্ব আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিবিসিকে বলেছে, ‘আমাদের বলা হয়েছে যে, লম্বা এবং ১০ বছরের বেশি বয়সী মেয়েরা স্কুলে প্রবেশ করতে পারবে না।’

গত বছরের ডিসেম্বরে, তালেবান কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়, বিদেশি বিভিন্ন সরকার ছাড়াও যে সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয় জাতিসংঘেও।

গত বছর আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেয়া এক চিঠিতে বলেছিলেন, ‘আপনাদের সবাইকে জানানো হচ্ছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবিলম্বে মেয়েদের শিক্ষা স্থগিত করার উল্লিখিত আদেশটি কার্যকর করার জন্য।’

২০২১ সালের আগস্টে ক্ষমতা পুনরুদ্ধারের পর আফগান নারীদের ওপর তালেবান আরোপিত বিধিনিষেধের মধ্যে শিক্ষা অন্যতম। এছাড়াও দেশটিতে নারীদের পার্ক, জিম, মেলা ও সেলুনে যেতেও নিষেধাজ্ঞা রয়েছে। অনেককে তাদের সরকারি চাকরি থেকেও সরিয়ে দেয়া হয়েছে।

Link copied!