ইউক্রেনে আগ্রাসন: বর্ষপূর্তির দিনেই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৪:৫৫ পিএম

ইউক্রেনে আগ্রাসন: বর্ষপূর্তির দিনেই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

গত বছরের ২৪ এপ্রিল ইউক্রেনে শুরু হয় রাশিয়ার সেনাবাহিনীর হামলা। এই হামলার বর্ষপূর্তির দিনেই রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ভেতরে এবং বাইরে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে ইউক্রেইন যুদ্ধে সমর্থন দেওয়া ব্যাংক এবং মস্কোর কাছে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা প্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠানকে নিশানা করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা কমাতে নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির বিরুদ্ধে শুল্ক এবং রপ্তানি নিয়ন্ত্রণও আরোপ করেছে বাইডেন প্রশাসন।

ওই প্রতিকবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার বিরুদ্ধে চীনসহ তাদের বিভিন্ন ফার্ম এবং ব্যাংককে সতর্ক করে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর রাশিয়ার ৫০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের মধ্যে মন্ত্রিসভার মন্ত্রীরাসহ কয়েক ডজন গভর্নর এবং আঞ্চলিক প্রধানও আছেন।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তাছাড়া, রাশিয়ার অন্যান্য আরও কয়েকজন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ রুশ সেনাবাহিনীর ১২০০’র বেশি সদস্যের ভিসায় কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্রদপ্তর।

হোয়াইট হাউজ ইউক্রেইনের জন্য নতুন করে ২শ’কোটি ডলারের সাহায্য দিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এছাড়া, ইউক্রেইন এবং প্রতিবেশী দেশ মলদোভার জ্বালানি অবকাঠামো শক্তিশালী করে গড়ে তুলতে এই দুই দেশে আরও ৫৫ কোটি ডলারের সাহায্য সরবরাহ করা হবে।

Link copied!