নতুন একটি গ্যাস চুক্তির মাধ্যমে ইরানের সাথে সমঝোতায় পৌঁছেছে প্রতিবেশী ইরাক। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ মুসা আল-এবাদি রবিবার এ তথ্য জানিয়েছেন।
এবাদি জানান, ইরাকে গ্যাস সরবরাহ বাড়াতে ইরান রাজি হয়েছে। নতুন চুক্তির আওতায় ইরান প্রতিদিন তিন কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। ইরাকি মুখপাত্র আরো বলেন, নতুন চুক্তিতে বাগদাদ এই প্রতিশ্রুতি দিয়েছে যে, আগামী তিন বছর ধাপে ধাপে পূর্ববর্তী পাওনা পরিশোধ করবে ইরাক।
২০২০ সালে ইরান প্রতিবেশী ইরাকে প্রতিদিন গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল। সে সময় ইরান প্রতিদিন ইরাকে এক কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করতো। ইরাকের কাছে ৫০০ কোটি ডলারের বিল বকেয়া পড়ার কারণে ইরান এই ব্যবস্থা নিয়েছিলো।
ইরাকি মুখপাত্র আল-এবাদি জানান, বাড়তি গ্যাস সরবরাহের জন্য ইরানের সঙ্গে যে নতুন চুক্তি হয়েছে তাতেও ইরাকের চাহিদা পূরণ হবে না। আসন্ন গ্রীষ্মে ইরাকের বিদ্যুৎ স্থাপনাগুলোতে এর চেয়েও বেশি গ্যাসের প্রয়োজন বলে তিনি জানান।
ইরাক হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে গ্যাসের প্রয়োজন হয় তার জন্য ইরানের উপর একান্তভাবেই নির্ভরশীল।