সৌদি আরবের সরকার দেশটিতে ওমরাহ করতে যাওয়া বিদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। করোনা মহামারি নিয়ন্ত্রণে যেসব দেশের ওপর কোনো বিধিনিষেধ নেই, সেসব দেশ থেকে আসা ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনা অনুযায়ী প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে।
সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেটর প্রতিবেদনে বলা হয়, দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় টুইটারে নতুন এই নির্দেশনার ঘোষণা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুকদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ফের আবেদন করতে হবে। এবং এক্ষেত্রে ১০ দিন বিরতি দিয়ে আবেদনকারীদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।
এর আগে, স্থানীয় গত ৩০ ডিসেম্বর পবিত্র শহর মক্কার কাবা শরীফ এলাকায় সামাজিক দূরত্ব ব্যবস্থা পুনরায় জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কাবা শরীফ এলাকায় ও আশেপাশের মেঝেতে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ বলেছে যে, তারা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরীফে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। কাবার ভেতর ও বাইরে উভয় স্থানেই মাস্ক পরতে হবে।
এদিকে, স্থানীয় সময় বুধবার দেশটিতে আরও ৭৪৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।
মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে।