দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের পর এবার করোরনাভাইরাসের নতুন আরেক ধরন শনাক্ত হয়েছে।পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে শনাক্ত হওয়া এই ধরনে ওমিক্রন এবং ডেলটা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে।
সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন শনাক্ত এই ভ্যারিয়েন্টকে ‘ডেলটাক্রন’ নাম দিয়েছেন। তবে এই মুহূর্তে ‘ডেলটাক্রন’ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছে সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির গণমাধ্যম সাইপ্রাস মেইলের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের ডেলটাক্রন শনাক্ত হয়েছে। এই ভাইরাসের কারণে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের ১১ জনের এবং সাধারণ ১৪ জনের নমুনা নেওয়া হয়েছিল।
ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ল্যাবরেটরির প্রধান ডা. লিওনডিওস কোস্ত্রিকিস গণমাধ্যমে বলেছেন, হাসপাতালে ভর্তি রোগীদের দেহে করোনার এই ধরনের বারবার মিউটেশন ঘটেছে। নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে হাসপাতালে ভর্তির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করেছেন তিনি।
গত বছরের ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার এই ভাইরাসটি বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের কারণে বিভিন্ন দেশে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশ কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার বি.১.১.৫২৯ নামের এই ভ্যারিয়েন্টকে ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। এর আগে ভারতে শনাক্ত হয় ডেলটা ধরন।