কমলা ভাসিন আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ১১:৫৫ এএম

কমলা ভাসিন আর নেই

মারা গেছেন ভারতীয় উপমহাদেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, লেখক-কবি কমলা ভাসিন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটার দিকে ৭৫ বছর বয়েসে মারা যান তিনি।   

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কমলা ভাসিন। সর্বশেষ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তার পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি এসে গিয়েছিল।

কাজের সুবাদে কমলা ভাসিন প্রায়ই বাংলাদেশে আসতেন। বাংলাদেশে নারী আন্দোলনকে সাম্প্রতিক সময়ে সক্রিয় রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০১৬ সালে নারীর প্রতি সহিংসতাকে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ আখ্যা দিয়ে এই অবস্থার পরিবর্তনে ভয়মুক্ত হয়ে নিজেদের বদলে ফেলার আহ্বান জানান উপমহাদেশের প্রখ্যাত নারী অধিকার নেত্রী কমলা ভাসিন।

১৯৭০ এর দশক থেকে কমলা ভাসিন ভারতীয় উপমহাদেশে নারী আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ২০০২ সালে তিনি সাংগাত নামে একটি প্রতষ্ঠান চালু করেন। সেখানে তিনি অনগ্রসর ও পিছিয়ে পড়া গ্রামীণ ও উপজাতীয় নারীদের নিয়ে কাজ করতেন।

ভাসিন নারীবাদ, জেন্ডার থিওরি এবং পিতৃতন্ত্র নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন। যার অধিকাংশই বিশ্বের ৩০ টির মতো ভাষায় অনুদিত হয়েছে।

উল্লেখ্য, কিঁউকি ম্যায় লডকি হুঁ, মুঝে পঢ়না হ্যায় কবিতার জন্য তিনি সুপরিচিত। ১৯৯৫ সালে তিনি একটি সম্মেলনে জনপ্রিয় কবিতা আজাদীর (স্বাধীনতা) একটি পরিমার্জিত, নারীবাদী সংস্করণ আবৃত্তি করেন। তিনি ওয়ান বিলিয়ন রাইজিংয়ের দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

Link copied!