চাঁদাবাজি নিয়ে লাইভ, সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১২:০৮ এএম

চাঁদাবাজি নিয়ে লাইভ, সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহীনকে (৩৮) প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট রাত ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ’র গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেন সাংবাদিক তুহীন। এরপর রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা” যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে বসে ছিলেন সাংবাদিক তুহীন। এসময় ৪-৫ জন যুবকের সঙ্গে তুহিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে ঘটনাস্থলেই তুহীনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সাংবাদিক কি-না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তি একজন সংবাদমাধ্যম কর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”  গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, পুলিশ এখনও হত্যার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Link copied!