মহাকাশে চীনের ‘ঐতিহাসিক’ যাত্রা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২১, ০৩:৩৮ পিএম

মহাকাশে চীনের ‘ঐতিহাসিক’ যাত্রা

তিন নভোচারী নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করেছে চীনা মহাকাশযান শেনঝু-১২। বৃহস্পতিবার সকালে লং মার্চ-২ এফ নামের রকেটের মাধ্যমে গোবি মরুভূমি থেকে যাত্রা শুরু করে মহাকাশযানটি। এই নভোচারীরা মহাকাশে থেকে স্পেস স্টেশনের নির্মাণ কাজ করবেন।

বেইজিংয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ২২ মিনিটে চীনা মহাকাশযানটি মহাকাশে স্থাপিত চীনা মহাকাশ স্টেশন ‘তিয়ানহে’র উদ্দেশে যাত্রা শুরু করে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর জিইউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে।

এই মহাকাশ অভিযানের তিন নভোচারী হলেন নি হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংকব (৪৫)। মহাকাশকেন্দ্র তিয়ানহেতে তারা তিন মাস অবস্থান করে কাজ করবেন।

তিন নভোচারী নি হাইশেং, লিউ বোমিং ও তাং হংকব। ছবি: রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিটি বাসের চেয়ে কিছুটা বড় ও সিলিন্ডারের মতো দেখতে তিয়ানহেতে অবস্থানকালে তিন নভোচারী মহাকাশ স্টেশনটিতে বাসযোগ্য পরিবেশ তৈরিতে কাজ করবেন। একই সঙ্গে মহাকাশে কীভাবে দীর্ঘসময় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে অবস্থান করা যায়, সেসব বিষয় নিয়েও কাজ করবেন তারা।

মহাকাশযাত্রার এক দিন আগে নভোচারী লি বলেন, ‘নভোচারীসহ চীনের মহাকাশযানটিতে থাকতে পেরে আমি খুবই আনন্দিত।’

এই অভিজ্ঞ নভোচারী অন্য দুইজনের কাছে একজন নির্ভরযোগ্য শিক্ষক হিসেবে বিবেচিত।

২০০৩ সালের পর থেকে চীন নভোচারীসহ ছয়টি মহাকাশযান উৎক্ষেপণ করে। এ পর্যন্ত মহাকাশে গেছেন দেশটির ১১ নভোচারী।

সূত্র: রয়টার্স।

Link copied!