৫২ অতিরিক্ত পদ অনুমোদন, পুলিশের দাবি ৩ গুণের বেশি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০১:৩৭ এএম

৫২ অতিরিক্ত পদ অনুমোদন, পুলিশের দাবি ৩ গুণের বেশি

বাংলাদেশ পুলিশের লোগো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের ‘ক্ষোভ প্রশমনে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসনকে পুলিশের উচ্চপর্যায়ের দুটি পদে মোট ১৭৪টি অতিরিক্ত পদ সৃষ্টির আবেদন করে। কিন্তু সরকার ৫২টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে। 

বাংলাদেশ পুলিশ বলছে, এই পদ তাদের জন্য অপ্রতুল। তাই পুলিশের চাহিদা অনুযায়ী তাদের আরও পদ বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পুনরায় চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  দেড় মাস আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ডিআইজি পদ বাড়াতে দুটি পদে মোট ১৭৪টি অতিরিক্ত পদ (সুপারনিউমারারি) সৃষ্টির জন্য সরকারের কাছে আবেদন করেছিল পুলিশ সদর দপ্তর। 

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে,গত জুলাইয়ের মাঝামাঝি অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজি) ৩৪টি ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৪০টি অতিরিক্ত পদ সৃষ্টির জন্য সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় পুলিশ সদর দপ্তর। জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) এবং ৫০টি ডিআইজি পদ সৃষ্টিতে সম্মতি দিয়েছে। এ নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে দেখা দেয় অসন্তোষ।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান মনে করেন বৈষম্যের কারণে অন্যান্য বিসিএস ক্যাডারদের চেয়ে পুলিশ পিছিয়ে পড়েছে। পুলিশের ওপরের পদে পদোন্নতি অত্যন্ত কম।
পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি না হওয়ায় দীর্ঘদিন ধরে হতাশা কাজ করছিল বলে করেন এই পুলিশ কর্মকর্তা। 

কয়েক বছর আগে প্রশাসন ক্যাডার সুপারনিউমারারি পদে নিয়োগের প্রথা প্রথম চালু করে। এরপর পুলিশেও কিছু কিছু ক্ষেত্রে সুপারনিউমারারি পদ সৃষ্টি করা হয়। পুলিশের মধ্যে যারা অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পাওয়ার যোগ্য। 
বর্তমানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ২২ জন ও ডিআইজি আছেন ৮৬ জন।

Link copied!