হুমায়ূন আজাদ হত্যা মামলা

২০ বছর পলাতক থাকার পর আসামি নুর মোহাম্মদ গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

এপ্রিল ৯, ২০২৪, ০৫:০০ পিএম

২০ বছর পলাতক থাকার পর আসামি নুর মোহাম্মদ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

২০ বছর পলাতক থাকার পর জেএমবি নেতা নুর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম ওরফে মাহবুবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি।

গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল।

গণমাধ্যমকর্মীদের তিনি জানান, জেএমবির নুর মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০ বছর ধরে পলাতক ছিলেন তিনি। অধ্যাপক ড. হুমায়ুন আজাদের পাক স্যার জামিন সাদ বাদ বইটি জেএমবি মতাদর্শ পরিপন্থী হওয়ায় ২০০৪ সালে জেএমবির আমির শায়েখ আব্দুর রহমানের নির্দেশে জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, সালাউদ্দিন সালেহিন, হাফেজ শহিদসহ অন্যদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে নুর মোহাম্মদ ড. হুমায়ুন আজাদকে হত্যা করেন।

বাংলা সাহিত্যের বহুমাত্রিক ও প্রথাবিরোধী লেখক হুমায়ূন আজাদ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ‘অমর একুশে বই মেলা’ থেকে বের হয়ে বাংলা একাডেমী ও ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রের (টিএসসি) মাঝামাঝি পৌঁছালে নুর মোহাম্মদসহ তার অন্যান্য সহযোগীরা তাকে ঘেরাও করে। তারা ব্যাগ থেকে চাপাতি-ছুরি বের করে সর্বজনশ্রদ্ধেয় এই ভাষাবিদের ঘাড়, মাথা, মুখ, গলা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এরপর হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। পরবর্তী হুমায়ূন আজাদ চিকিৎসারত অবস্থায় জার্মানিতে মৃত্যুবরণ করেন।

তিনি জানান, জেএমবির আমির শায়েখ আব্দুর রহমানের কাছে ‘বায়আত’ (আনুগত্যের শপথ) নেন নুর মোহাম্মদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানির মাধ্যমে জেএমবি সংগঠনের দাওয়াত পান। পরবর্তীতে জেএমবি নেতা সালাউদ্দিন সালেহিন, হাফেজ শহিদ, মো. মিজানুর রহমান মো. হাফিজ মাহমুদ রাকিবসহ অনেকের সঙ্গেই সম্পৃক্ত হন ও বিভিন্ন সাংগঠনিক কাজে অংশ নেন তিনি।

২০০৪ সালে অধ্যাপক হুমায়ুন আজাদের মৃত্যুর পর আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি বিরোধী অভিযান জোরদার করলে নুর মোহাম্মদ দীর্ঘ ২০ বছর আত্মগোপনে ছিলেন।

Link copied!