মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৫, ১২:৩৭ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক নয়জন মন্ত্রীসহ মোট ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার, ২০ জুলাই সকালে প্রিজন ভ্যানে করে কেরানিগঞ্জের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে এবং মাথায় হেলমেট পরানো অবস্থায় ট্রাইব্যুনালের গারদখানায় নিতে দেখা যায়।

সেসময় তাদের সবার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপুমনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ই ইলাহী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সোলেমান সেলিমকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

একই মামলায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এই মামলায় সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরও আসামি। এই মামলাটিতে মোট আসামি ১৮ জন।

তবে তিনি পলাতক থাকায় বাকি ১৭ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আরেকটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন মোল্লা, আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, আরাফাত হোসেন, আবুল হাসানকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া আজমপুর ও বনানী থানা এবং সিলেট, নরসিংদী ও কক্সবাজার জেলার মোট পাঁচটি মামলায় আরও ২০ জনের বেশি আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মোট সাতটি মামলার শুনানি চলছে ট্রাইব্যুনালে।

Link copied!