জুলাই ১২, ২০২৫, ০৪:২৩ পিএম
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনস, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, "মিটফোর্ডের মতো একটি মর্মান্তিক ঘটনা একটি সভ্য সমাজে কখনোই কাম্য নয়। তবে দেশের যেকোনো স্থানে এমন ঘটনা ঘটলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।"
উপদেষ্টা জানান, বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব অস্ত্রসহ আরও দুইজনকে আটক করে। সেই রাতেই আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে না তুলে নিয়ে যেকোনো ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তিনি আশ্বস্ত করেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সক্রিয় রয়েছে।
বুধবার সন্ধ্যায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয় লাল চাঁদ সোহাগকে।
সিসিটিভি ফুটেজ, মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, হামলাকারীরা তাঁকে পিটিয়ে ও ইট-পাথরের আঘাতে শরীর থেঁতলে দেয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে শরীরের ওপর লাফিয়ে হত্যা নিশ্চিত করে।
সংবাদ ব্রিফিংকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক উপস্থিত ছিলেন।