‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শনী বন্ধ করতে লিগ্যাল নোটিশ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৩, ০৯:৫৮ পিএম

‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শনী বন্ধ করতে লিগ্যাল নোটিশ

সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।

বৃহস্পতিবার তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে ডাকযোগে এই নোটিশটি পাঠানো হয়।

নোটিশে আরও বলা হয়, সাত দিনের মধ্যে চলচ্চিত্র থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংক্রান্ত দৃশ্য অপসারণ করতে হবে। সংশ্লিষ্ট দৃশ্য অপসারণ বা বাদ দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ রাখতে বলা হয়েছে।

চলচ্চিত্রটির প্রযোজক হিসেবে বাংলাদেশ-ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, নির্বাহী প্রযোজক হিসেবে বাংলাদেশ-ভারতের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ-ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্রটির পরিবেশনকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

এ ছাড়া ভারতের নোটিশ গ্রহীতাদের পক্ষে বাংলাদেশে ভারতের হাইকমিশনারকেও নোটিশটি পাঠিয়েছেন নোটিশদাতা।

গত ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ । আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Link copied!