রওশন এরশাদের আসন ফাঁকা রেখেই জাতীয় পার্টির মনোনয়ন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৩, ০৭:১৮ পিএম

রওশন এরশাদের আসন ফাঁকা রেখেই জাতীয় পার্টির মনোনয়ন ঘোষণা

ফাইল ছবি

৩০০ আসনের মধ্যে ২৮৭ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। বাকি ১১টি আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।

মনোনয়ন ঘোষণা দেরি হওয়ায় কারণ হিসেবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের অনেক ত্যাগী নেতা রয়েছেন। আবার নতুন অনেকেই যোগ্য হয়েছেন, তাদের থেকে বাছাই করা কঠিন হয়ে গেছে। তাই বিলম্ব হয়েছে।’

মহাসচিব বলেন, ‘ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তাঁর জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব।’

এর আগে জাতীয় পার্টি অফিসের সামনে দলের বহিষ্কৃত এবং রওশনপন্থী নেতা-কর্মীরা মনোনয়নকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ও জিএম কাদের বিরোধী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দলে বর্তমানে ত্যাগী নেতাদের জায়গা হচ্ছে না। বিরোধ থাকায় রওশনপন্থী নেতারা নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকলেও দল থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।

Link copied!