ইব্রাহিম রাইসির লাশ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৪, ০১:৪৩ পিএম

ইব্রাহিম রাইসির লাশ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তৈরি করা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের লাশ উদ্ধার করে তাবরিজ শহরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার (২০ মে) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ। তিনি বলেন, “লাশ উদ্ধারের পর ব্যাপক তল্লাশি করা হয়েছে। এরই মধ্যে উদ্ধারাভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারেই প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট

রেড ক্রিসেন্ট প্রধান জানান, “আমরা নিহতদের লাশ তাবরিজে স্থানান্তরের কাজ শুরু করেছি। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।”

প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ছাড়া ইরানের প্রেসিডেন্ট প্রটেকশন ইউনিটের কমান্ডার সরদার সৈয়দ মেহেদি, পূর্ব আজারবাইজানের গভর্নর জেনারেল মালিক রাহমাতি ও শুক্রবারের জুমা মসজিদের ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ আলি আল-ই-হাশিম হেলিকপ্টারে ছিলেন। গতকাল রোববার বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

Link copied!