যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারেই প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৪, ০১:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারেই প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারেই প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই হেলিকপ্টারে থাকায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ অন্যান্য কর্মকর্তারাও নিহত হন।

ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটির মডেল ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা বেল-২১২। তবে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

বেল-২১২ মডেলের ওই হেলিকপ্টারে বসতে পারেন পাইলটসহ ১৫ জন।

গতকাল রোববার ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়া আরও তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে বলেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা। বিবিসিতে ওই তিনজনের পরিচয় এভাবে দেওয়া হয়েছে- ইরানের প্রেসিডেন্ট প্রটেকশন ইউনিটের কমান্ডার সরদার সৈয়দ মেহেদি, পূর্ব আজারবাইজানের গভর্নর জেনারেল মালিক রাহমাতি ও শুক্রবারের জুমা মসজিদের ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ আলি আল-ই-হাশিম।

Link copied!