এভারেস্টের পর বাবর আলীর লোৎসে জয়

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৪, ১২:৪০ পিএম

এভারেস্টের পর বাবর আলীর লোৎসে জয়

ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট ও লোৎসে চূড়া সামিটের গৌরব অর্জন করলেন বাবর আলী। মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় সকাল ৬ টা ৫ মিনিটে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে পৌঁছান বাবর।

বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের ফেসবুক পেজে লোৎসে পর্বতজয়ের তথ্য জানিয়ে লিখেছে, “বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে আজ লিখিত হল অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। আর লেখক আমাদের স্বপ্ন সারথি-বাবর আলী। এটিই এই বাংলাদেশের কোনও সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি আট হাজারি শৃঙ্গ সামিট। বাবর এখন নেমে আসা শুরু করেছে। বেসক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব।”

এর আগে, রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর আলী।

চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন। পর্বতের চূড়ায় উঠতে বাবর আলীর সময় লাগে দুই মাসের মতো।
 

Link copied!