বিএনপি এখন হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
শনিবার (১৮ মে) দুপুরে পিরোজপুরে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, “অনেক আশা করেছে যে ডোনাল্ড লু সরকারকে কড়া ভাষায় কিছু বলবেন। কিন্তু তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।” এ সময় তিনি “শেখ হাসিনার বিকল্প নেই” বলেও উল্লেখ করেন।
বিএনপি ও সমমনা বিরোধীদের লক্ষ্য করে তিনি বলেন, “ক্ষমতার লোভে মিথ্যাচার ও অপরাজনীতি বন্ধ করেন। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য পরনির্ভরশীলতা। তাদের রাজনীতির ধরন পরনির্ভরশীল হয়ে থাকা। তাই জাতীয় কোনো সংকটে তারা কোনো কথা বলে না।”
এর আগে গত ১ মে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, “বিএনপি নেতারা ক্লান্ত, হতাশ।” এরই জবাবে ১০ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, “বিএনপি নেতারা হয়তো কিছুটা ক্লান্ত। তবে হতাশ নয়।”