বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৪, ১২:১৬ পিএম

বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রতীকী ছবি

বুধবার (২২ মে) অথবা বৃহস্পতিবার (২৩ মে) দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।  

নাজমুল হক জানান, “বুধবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়ে শক্তি সঞ্চয় করলে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এখনই গতিপথ বলা যাচ্ছে না।”

এ বিষয়ে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, “বুধবার বিকেলের দিকে লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোনদিকে যাবে।”

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Link copied!