মৌলভীবাজারে নতুন ‘জঙ্গি আস্তানা’য় সিটিটিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৩, ০৬:৪০ পিএম

মৌলভীবাজারে নতুন ‘জঙ্গি আস্তানা’য় সিটিটিসির অভিযান

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল সোমবার সন্দেহভাজন ১৭ জন নারী ও পুরুষকে স্থানীয় জনগণ আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে আটক ‘জঙ্গি’দের কয়েকজনকে নিয়ে কর্মধার পাহাড়ি এলাকায় নতুন আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের আটক ১৭ জনের দেখানো মতে তাদের আস্তানা কুলাউড়া থানায় দুর্গম কালাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, কুলাউড়া  থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার আটক জঙ্গিদের নিয়ে অভিযানে যায় সিটিটিসি দল। অভিযানে নেতৃত্বে রয়েছেন সিটিটিসি প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। 

ওসি ছালেক আরও বলেন, “সোমবার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ১৭ জন জঙ্গিকে আটক করেন তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সন্ধ্যায় কাউন্টার টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে আসে।”

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি।  

Link copied!