আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাবে চার দল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৩, ০১:৩৪ পিএম

আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাবে চার দল

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), স্যামবাদী দল, জাতীয় পার্টি (জেপি) ও ওয়ার্কার্স পার্টি। শেষ দিন এখন পর্যন্ত ৪ দল যৌথ ভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আবেদন জমা দিয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে এখন পর্যন্ত এই চার দল জোটবদ্ধ হয়ে নৌকা প্রতিকে নির্বাচনে যাওয়ার চিঠি দিয়েছে।

গতকাল বিকেলে জাসদ (ইনু), আজকে সকালে স্যামবাদী দল, জাতীয় পার্টি (জেপি) ও ওয়ার্কার্স পার্টি ইসিতে এই চিঠি দেওয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে গতকাল নির্বাচন কমিশন ইসি। এই উপলক্ষে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে শনিবার (১৮ নভেম্বর) এর মধ্যে জানাতে বলেছে ইসি। তার অংশ হিসেবে জাসদ তাদের অবস্থান জানিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ( ৩০ নভেম্বর ), মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ( ১৭ ডিসেম্বর )। 

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ( ১৮ ডিসেম্বর )। নির্বাচনী প্রচার চলবে ( ৫ জানুয়ারি ) সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ( ৭ জানুয়ারি )।

Link copied!