তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১২, ২০২৩, ০৭:২৫ পিএম

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল আবেদন শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন ও নামঞ্জুর হয়েছে ৩৫ জনের। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ৯৮টি আপিল শুনানি হয়। এর মধ্যে দুটি আপিল অপেক্ষমান রয়েছে।

গত রবিবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ আপিল শুনানি কার্যক্রম চলবে ছয় দিন।

রবিবার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ও ৩২ জনের আবেদন নামঞ্জুর করে। ছয়টি আপিলের রায় অপেক্ষমান রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন। আর দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

Link copied!