প্রধানমন্ত্রীর ভারত সফর: প্রাধান্য পেতে পারে অমীমাংসিত বিষয়গুলো

উম্মেহানি আইরিন

জুন ২১, ২০২৪, ০৮:১৯ পিএম

ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে সম্পর্ক এগিয়ে নিতে দুই দিনের ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে উভয় দেশের মধ্যে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এতে দীর্ঘ দিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সেই সঙ্গে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ভবিষ্যতে কোথায় যাবে তার জন্য দিকনির্দেশনা এই সফরের মধ্য দিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২১ জুন) দুপুর দুইটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক। ছবি: পিএমও

এরই মধ্যে দিল্লি পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরপর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লির হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন দুই দেশের সরকারপ্রধান। এসব চুক্তি ও এমওইউ জ্বালানি, সংযুক্তি, অর্থনীতিসহ সহযোগিতার নানা ক্ষেত্রে অন্তর্ভুক্ত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে  নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

যেসব বিষয়ে হবে আলোচনা
বাংলাদেশি কর্মকর্তারা জানান, এবারের দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তিস্তার পানিবণ্টন চুক্তি, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের মতো বিষয়গুলোও উত্থাপিত হবে।

তিস্তা চুক্তির বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, “তিস্তা চুক্তি যে পর্যায়ে রয়েছে, এতে খুব শিগগিরই ইতিবাচক কিছু ঘটবে, এমন কোনও পরিস্থিতি দেখা যাচ্ছে না। তবে আশার দিকটি হচ্ছে, তিস্তা ঘিরে উন্নয়ন প্রকল্প বা সংরক্ষণের বিষয়ে সম্প্রতি ভারত আগ্রহ দেখাচ্ছে।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর বিষয়টিও উঠবে। খাগড়াছড়ির রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমের মধ্যে এই সেতু যোগাযোগ স্থাপন করবে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজ আয়োজন করা হবে। শনিবার বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তার দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করবেন। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাত করবেন তিনি।

দুই দিনের সফর শেষে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে দিল্লির পালাম বিমানবন্দর ছেড়ে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!