সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১০:৪৫ এএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই ধর্মীয় সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচীর জেরে রেলওয়ে পার্কিং ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আহলে সুন্নাত উলামা পরিষদ নামে একটি সংস্থা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার সিরাতুন্নবী ( সা.) মাহফিলের প্রস্তুতি নেয়। আবার একই দিনে একই স্থানে দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ ও তাহফিজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ নামের দু’টি সংস্থার যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুস, বিভিন্ন মাজার ও মসজিদ হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেয় ।
বিষয়টি সমাধানে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু উভয় পক্ষ অনুষ্ঠান করার ব্যাপারে অনড় থাকে। এতে ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা।
এর মধ্যে ১৪৪ ধারা জারি ভঙ্গ করে বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টা দিকে রেলওয়ে পার্কিং এলাকায় দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ ও তাহফিজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ স্ব স্ব আয়োজনে কিছু সংখ্যক লোকজন ব্যানার নিয়ে মানববন্ধন করতে উপস্থিত হলে পুলিশ প্রশাসন এসে তা ভেস্তে দেয় ।