এবার পর্দায় আসছে সেই তোফাজ্জলের গল্প

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০২:২৩ পিএম

এবার পর্দায় আসছে সেই তোফাজ্জলের গল্প

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান তোফাজ্জল হোসেন নামের এক যুবক।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি একজন এতিম বলে জানা যায়।
এবার তোফাজ্জলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নামের একটি নাটক। পরিচালনায় খলিলুর রহমান কচি। নাম ভূমিকায় ‘হা-শো’খ্যাত ইমরান।

তিনি বলেন, “ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি। শিগগিরই নাটকটি ইমরান হা-শো ইউটিউব চ্যানেলে দেখা যাবে।”

এদিকে এরইমধ্যে তোফাজ্জলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Link copied!