শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক শুরু

ইউএনবি

জুন ২২, ২০২৪, ০১:৪০ পিএম

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক শুরু

রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতীয় হাই কমিশন

নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে তাদের মধ্যে একান্ত বৈঠক হয়েছে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ জুন) নয়াদিল্লিতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য লাল গালিচা বিছানো হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এদিন সকাল নয়টার দিকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।

রাষ্ট্রপতির দেহরক্ষীদের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের ফটক থেকে সামনের দিকে তার মোটর যান নিয়ে যায়।

ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়।

Link copied!