ফের নৌকায় জায়গা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২৩, ১১:৫৫ পিএম

ফের নৌকায় জায়গা পেলেন যারা

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আজ (২৬ নভেম্বর)। ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে প্রার্থী নির্বাচিত করেছে দলটি। এসেছে নতুন মুখ, মনোনয়ন পাননি বর্তমান সরকারে থাকা অনেকে। আবার অনেকে ফিরেছেন নৌকার কাণ্ডারী হতে। 

রবিবার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদ পড়েছিলেন, এবার দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনীত হলেন ১৯ জন সাবেক সংসদ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াই ফিরছেন-

চাঁদপুর-২ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
ঢাকা-১৩  সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক 
ফরিদপুর-১  সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান
ঢাকা-৮  যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম
ঢাকা-৪ সানজিদা খানম 
নারায়ণগঞ্জ-৩  আবদুল্লাহ আল কায়সার 
ঠাকুরগাঁও-১ ইমদাদুল হক
নীলফামারী-২ গোলাম মোস্তাফা
রাজশাহী ৫আবদুল ওয়াদুদ দারা 
খুলনা-১ ননী গোপাল মণ্ডল 
বরিশাল-২ তালুকদার মো. ইউনুস 
টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয় 
ময়মনসিংহ-৮ আবদুছ ছাত্তার 
নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী 
সিলেট-২  শফিকুর রহমান চৌধুরী 
সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম
সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান এবং 
নোয়াখালী-৬ মোহাম্মদ আলী।

এদিকে একাদশ সংসদে থাকলেও এবার বাদ পড়েছেন ৭১ জন। ১৪ দলীয় জোট ও মহাজোটকে (বিকল্প ধারা, জাতীয় পার্টি) ছেড়ে দেওয়া ৩১টি আসনেও দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ফলে মোট ১০২টি আসনে আওয়ামী লীগ প্রার্থী বদল করেছে। এর মধ্যে প্রথমবারের মতো ৭৫টি আসনে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা।

Link copied!