আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২১, ০৩:৪২ এএম

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, ‘দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।’ রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্মপ্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিবছর  হিজরি জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারের ঈদ উৎসব বিধিনিষেধের মধ্যে উদযাপন করতে হতে পারে।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২১ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে আগামী ২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে। আগামী ১৯ জুলাই পালিত হবে আরাফাতের দিন।

Link copied!