ইইউ রাষ্ট্রদূত-জিএম কাদেরের বৈঠকে যা জানা গেল

কূটনৈতিক প্রতিবেদক

জুলাই ৪, ২০২৩, ০৮:০৬ পিএম

ইইউ রাষ্ট্রদূত-জিএম কাদেরের বৈঠকে যা জানা গেল

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসায় ওই বৈঠক শুরু হয়ে দুপুর সোয়া ১২ টার দিকে শেষ হয়। বৈঠকে অংশ নেওয়া  জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুম মওলা বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

পরে সাংবাদিকদের তিনি জানান, বৈঠকে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা তা জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

জাতীয় পার্টি এককভাবে না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে চার্লস হোয়াইটলি জানতে চেয়েছেন কিনা-এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যানের বিশেষ দূত বলেন, “জানতে চেয়েছিল এবং আমরা আমাদের  উত্তর দিয়েছি।” এসময় কী উত্তর দিয়েছেন জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।

তবে জাপার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে দলটি আসছে জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সব আসনেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন আসছে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলেও বৈঠকে জাতীয় পার্টিকে জানানো হয়। এই বিষয়টি নিয়ে সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা চলছে বলেও ইইউ রাষ্ট্রদূত জানান।

Link copied!