ঈদযাত্রার শেষ দিনে ট্রেনে উঠতে উপচে পড়া ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৩, ০৫:২০ পিএম

ঈদযাত্রার শেষ দিনে ট্রেনে উঠতে উপচে পড়া ভিড়

এবার শতভাগ অনলাইনে টিকিট কেনার মাধ্যমে ঈদে বাড়ি ফিরছে মানুষ। শুক্রবার ঈদযাত্রার শেষদিনে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। স্ট্যান্ডিং টিকিট কিনেও অনেকে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠে যায় ঘরমুখো মানুষ।

শুক্রবার (২১ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনে টিকিট কেটে আসা যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন। যদিও স্ট্যান্ডিং টিকিট নির্দিষ্ট পরিমাণে হওয়ায় অনেকেই সংগ্রহ করতে পারছেন না। ফলে তাদের অন্য কোনো মাধ্যমে বাড়ি যেতে হবে।

অন্যদিকে যাত্রীর নিরাপত্তায় র‌্যাব-পুলিশের পাশাপাশি রয়েছেন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানান, শেষদিনে যাত্রীর চাপ বেশি। তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন। ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় সবাই খুশি বলেও জানান তিনি।

Link copied!