ঈদে বায়তুল মোকাররম মসজিদে পাঁচ জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৮, ২০২৩, ১০:৪১ পিএম

ঈদে বায়তুল মোকাররম মসজিদে পাঁচ জামাতের সময়সূচি

গত বারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামায় ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

এরপর পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। শেষ জামাতে ইমমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম।

এছাড়া, পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ অথবা ২৩ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। 

Link copied!