উজরা জেয়াকে ‘বই ও নৌকা’ উপহার দিলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৪, ২০২৩, ০১:০৩ এএম

উজরা জেয়াকে ‘বই ও নৌকা’ উপহার দিলেন আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে ‘একটি বই ও নৌকা’ উপহার দিয়ে  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার  সচিবালয়ে নিজ দপ্তরে  আইনমন্ত্রীর সাথে বৈঠক শেষে উজরা জেয়াকে এসব উপহার  দেওয়া হয়।

উজরা জেয়ার সাথে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “তারা (মার্কিন প্রতিনিধিরা) পরিষ্কারভাবে বলেছেন যে তারা নিরপেক্ষ। তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকালও (বুধবার) যেমন আমাদের সচিব (গোলাম সারওয়ার) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আইনগত অবকাঠামো বাংলাদেশে আছে। যেসব আইন এ বিষয়ে সহায়ক, সেগুলোর কথাও আমি উল্লেখ করেছি।”

তিনি আরও বলেন, “যেমন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে আইনটি করা হয়েছে, সেটি নিয়ে কথা বলেছি। আমিও এটিও বলেছি, গত ৫০ বছরে বাংলাদেশে এমন আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আইনটি করেছে।” উপমহাদেশের অন্য কোনো দেশে এই আইন নেই বলেও তিনি জানান।

Link copied!