এবার নৌযানেও মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২২, ০২:২০ এএম

এবার নৌযানেও মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা

ঈদের সময় মহাসড়কে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর এবার সব ধরনের নৌযান ও লঞ্চে মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ঈদুল আজহার আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আসছে পবিত্র ঈদুল আজহার আগে ৫ দিন এবং পরের ৫ দিন যাত্রীবাহী কোনো নৌযানে মোটরসাইকেল পরিবহন করা যাবে না।” প্রতি বছরই ঈদের সময় বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাই এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও  তিনি জানান।

এর আগে, গত ৩ জুলাই মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচলে সাত দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগামী ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ফলে ঈদে মোটরবাইকে করে বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে গেল। এতে বাইকাররা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

Link copied!