এমপি সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৬, ২০২৩, ০৭:১৩ পিএম

এমপি সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল

সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও এমআরপি অনুবিভাগ এ বিষয়ে এক আদেশ (জিও) জারি করে। 

আদেশে বলা হয়, গত মঙ্গলবার সাবের হোসেন চৌধুরী এমপি তাঁর কূটনৈতিক পাসপোর্টটি (ডি-০০০১০৮৯৩) বাতিলের আবেদন করেন। একই সাথে আবেদনে তাঁকে একটি সাধারণ পাসপোর্ট করার জন্য অনাপত্তি সনদ (এনওসি) দেওয়ার অনুরোধ করেন।

ঢাকা-৯ আসনের এই এমপির আবেদনটি গ্রহণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তাঁর কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করা হয় এবং সাধারণ পাসপোর্ট ইস্যু করার অনুমোদন দেওয়া হয়।

এই আদেশের অনুলিপি অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

Link copied!