এমপিকে ভালো হয়ে যেতে বললেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২১, ০৪:২৫ এএম

এমপিকে ভালো হয়ে যেতে বললেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামানকে ভালো হয়ে যেতে বললেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী এক চেয়ারম্যান প্রার্থী। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় সাংসদকে উদ্দেশ করে কুতুবুল্লাহ হোসেন মিয়া একথা বলেন।

কুতুবুল্লাহ হোসেন মিয়া শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউপিতে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলা যুবলীগের সভাপতি।

কুতুবুল্লাহ সাংসদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “জাতীয় নির্বাচন কিন্তু সামনে। আপনি ভালো হয়ে যান।”

কুতুবুল্লাহ আরও বলেন “২ লাখ ৭২ হাজার ভোট পেয়ে আপনি এমপি (সংসদ সদস্য) হয়েছেন। মাগুরার এই ২ লাখ ৭২ হাজার মানুষের কথা চিন্তা করে আপনার উচিৎ ছিল ইউপি নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়া। মানুষকে ফ্রি (মুক্ত) করে দেওয়া। যে যেখানে খুশি ভোট দিক। আপনি আমাদের এমপি, আমরা সবাই আপনাকে ভোট দিয়েছি। আপনি পক্ষ অবলম্বন করে শ্রীপুরের মানুষকে বিভক্ত করবেন না। জাতীয় নির্বাচন কিন্তু সামনে। আপনি ভালো হয়ে যান। আপনি আপনার কাজ করেন। আপনার কাছে আমরা সবাই সমান।”

নৌকা প্রতীকের পক্ষে বহিরাগত বাহিনী দিয়ে সাংসদ সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন এই যুবলীগ নেতা।

Link copied!