এলডিপি থেকে ২১৫ নেতাকর্মীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

মে ১৩, ২০২২, ০৩:০৯ এএম

এলডিপি থেকে ২১৫ নেতাকর্মীর পদত্যাগ

২১৫ জন নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করলেন কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে। পদত্যাগের এ তালিকায় এলডিপির কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর সিদ্দিকীসহ সিনিয়র নেতারা রয়েছেন। এ ছাড়া এলডিপির যুববিষয়ক অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব দল, ধর্মবিষয়ক সংগঠন গণতান্ত্রিক ওলামা দল ও ঢাকা মহানগর দক্ষিণের পুরো কমিটির নেতারাও পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণপদত্যাগের এই তথ্য জানানো হয়। নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে এলডিপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের ১৭ জন রয়েছেন। তাঁদের মধ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন (টিটু), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইব্রাহিম রওনকসহ অন্যরা। 

পদত্যাগের বিষয়ে এলডিপির কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর সিদ্দিকী বলেন, ‘এলডিপিতে গণতন্ত্রচর্চার কোনো সুযোগ নেই। সব সিদ্ধান্ত তিনি (অলি আহমদ) একাই নেন। তা ছাড়া এলডিপি ২০–দলীয় জোটে থাকলেও দলের রাজনৈতিক চিন্তা স্পষ্ট নয়। অলি আহমদ এলডিপিকে একটি রহস্যজনক রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করছেন। এসব অনেক কথাবার্তা হলেও তিনি কাউকে পাত্তা দেন না। ফলে বাধ্য হয়েই আমরা পদত্যাগ করেছি।’ পদত্যাগকারী নেতাদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সব রাজনৈতিক দল ও গণতন্ত্রপন্থী মানুষেরা ক্ষমতাসীন আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে কার্যকর গণপ্রতিরোধ গড়ে তোলার সংগ্রামে সক্রিয়। তখনো অলি আহমদ তাঁর নেতৃত্বের পুরো ক্ষমতা কাজে লাগিয়ে এলডিপিকে একটি ‘রহস্যজনক’ রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করছেন। দলীয় নেতাকর্মীদের গণপদত্যাগের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি অলি আহমেদ। 

Link copied!