ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ১১:৫৮ পিএম

ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয় হাতে নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ৩  গোল এবং নেপাল ১ গোল দেয়। এতে ২ গোলে জয়লাভ করে বাংলাদেশ।

আরও পড়তে পারেন: নারী ফুটবল দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

সোমবার বিকাল সোয়া ৫টায় খেলা শুরু হওয়ার মাত্র ১৪ মিনিটের মাথায় শামসুন্নাহার জুনিয়রের গোল দিয়ে লিডে থাকে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয় গোল ৪১ মিনিটে। পরে ৭০ মিনিটে নেপাল এক গোল শোধ করে। তবে খেলার শেষ প্রান্তের দিকে ৭৭ মিনিটে আবারও বাংলাদেশ শিবিরে উৎসব। মনিকা চাকমার ডিফেন্সচেরা পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেন কৃষ্ণা রানী সরকার। তৃতীয় গোল দেয় লাল সবুজের মেয়েরা।

বাংলাদেশ সময় বিকলে সোয়া ৫ টায় শুরু হয় নেপালের কাঠমান্ডুতে নারী সাফের ফাইনাল। বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়েছিল এই ঐতিহাসিক ফাইনালে।

অভিজ্ঞ ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না খেলার শুরুর পর ১০ মিনিটের মাথায় কাদায় পড়ে ব্যথা পেলে তাকে তুলে নেয়া হয়। তার পরিবর্তে মাঠে নামেন শামসুন্নাহার জুনিয়র। মাঠে নেমে ৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিলেন বাংলাদেশকে। পুরো টুর্নামেন্টে স্বপ্নার জায়গায় ঋতুপর্না চাকমা মাঠে নামাতেন কোচ গোলাম রাব্বানি ছোটন। কিন্তু আজই প্রথম শামসুন্নাহারকে মাঠে নামানো হলো এবং মাঠে নেমেই বাজিমাত করলেন শামসুন্নাহার জুনিয়র।

গোলপোস্টের নিচে রূপনা চাকমা। তার সামনে চার ডিফেন্ডার আঁখি খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার ও মাসুরা পারভীন। মাঝমাঠে মনিকা চাকমা ও মারিয়া মান্ডা। আক্রমণভাগে সাবিনা খাতুন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

বাংলাদেশ ফাইনালে দ্বিতীয়বারের মতো। সেই ফাইনাল জিতেই দক্ষিণ এশিয়ার এই নারী টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ

রূপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

Link copied!