খারিজ হয়ে গেল ড. ইউনূসের আবেদন, মামলা চলবে: চেম্বার আদালত

আদালত প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২২, ০১:০০ এএম

খারিজ হয়ে গেল ড. ইউনূসের আবেদন, মামলা চলবে: চেম্বার আদালত

শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার বিকেলে চেম্বার আদালতে শুনানি শেষে ওই আবেদন খারিজ করা হয়। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা চলতে আর বাধা নেই।

এর আগে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেছিলেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

বুধবার শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এ মর্মে জারি করা রুল খারিজ করে হাইকোর্ট বিভাগ। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ বিষয়টি নিয়ে ইতিপূর্বে জারি করা রুলের ওপর উভয়পক্ষের শুনানি নিয়ে খারিজের রায় দেয়।

ফলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালতে আনা মামলা চলতে বাধা নেই বলে জানান আইনজীবীরা। শুনানিতে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

Link copied!