খুলনা ও সাতক্ষীরায় করোনায় দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২১, ০৭:৩৭ পিএম

খুলনা ও সাতক্ষীরায় করোনায় দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

দেশের সীমান্তবর্তী শহর রাজশাহীর মতো খুলনা ও সাতক্ষীরায়ও কোনোভাবেই কমছেনা করোনাভাইরাসের সংক্রমণ। প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু  হয়েছে। অপরদিকে, সাতক্ষীরায় মারা গেছে ৯ জন।

চলমান লকডাউন কার্যকর না হওয়ায় ও স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা না নেয়া, করোনা বা করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফনে কোনো প্রকার সতর্কতা মেনে না চলায় এ সংক্রমণ থামানো যাচ্ছে না বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

খুলনা: শনিবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এ বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৬২৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯২ জন।

শনিবার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে কুষ্টিয়ার ৭ জন, খুলনার ৩ জন, সাতক্ষীরার ৪ জন, যশোরের ৩ জন, চুয়াডাঙ্গার ২ জন, মেহেরপুরের ২ জন এবং ঝিনাইদহের একজন রয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছিলো। তবে শুক্রবার বিভাগে ৮ জনের মৃত্যু হয়।

এদিকে, খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জন মারা গেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার ৯টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে খুলনায় এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ দ্য রিপোর্টকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার দ্য রিপোর্টকে বলেন, করোনায় মৃত ১১ জনের মধ্যে করোনা পজিটিভ আক্রান্ত ছিলেন ও অন্য তিনজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

হাসপাতাল সূত্র আরও জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।

সাতক্ষীরা

সাতক্ষীরায়ও করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু ও শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার (১৯ জুন) গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে সর্বোচ্চ ৯ জন মারা গেছেন। সীমান্তবর্তী এই জেলায় এর আগে এক দিনে এত বেশি মানুষের মৃত্যু হয়নি।

শনিবার (১৯ জুন) সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এর মধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ছিলেন ৮ জন। অন্যজন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২৬৬ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। বর্তমানে ৭ শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কয়েক হাজার।

 

Link copied!