গতকাল শুক্রবার এক বিবৃতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নব্য বাকশাল গঠনের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেওয়া ওই বিবৃতিতে তিনি উল্লেখ করেছিলেন যে, শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে।
এবার তারই মোক্ষম জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, “বাকশালের সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান।”
শনিবার (১৮ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আজকের বাংলাদেশের এত উন্নয়ন ও সমৃদ্ধ হয়েছে সরকারের ধারাবাহিকতায় এবং স্থায়িত্বতার কারণে। এই কারণে বিশ্বের বিস্ময়ে রূপান্তরিত হতে পেরেছে বাংলাদেশ।”
দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি জবাব দেন, “কোনো দল বা গোষ্ঠীর ওপর দমন-পীড়ন করছে না সরকার। গণতন্ত্রের বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ।”