চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্বির দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২৩, ০৯:৪৯ পিএম

চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্বির দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ও অবসরের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা। অবরোধ চলাকালে প্রতিবাদ হিসেবে প্রতীকী সনদ ছিঁড়েছেন আন্দোলকারীরা।

শনিবার রাজধানীর শাহবাগে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা যোগ দেন। এসময় চারপাশ আন্দোলনকারীদের দখলে থাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বিকেল আড়াইটা পর্যন্ত এই যানজট ছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার বারবার আশ্বাস দিলেও সেই দাবি পুরণ করছে না। এমনকি নির্বাচনের আগে এধরণের কথা রাখার আশ্বাস দিলেও ঘোষণা করছে না।

তাদের দাবি, স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে বিশ্ববিদ্যালয় ও অনার্স কলেজগুলোতে একজন শিক্ষার্থীর ২৭ থেকে ২৮ বছর লেগে যায়। আবার কোথাও কোথাও ২৮-২৯ বছর লেগে যায়। পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি না নিতেই বয়স শেষ হয়ে যাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীর। যেহেতু এই দেশের শিক্ষাঙ্গন থেকে সেশন জট কমাতে পারেনি সরকার তাই চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবি অনেক দিন থেকে করে আসা হচ্ছে।

আন্দোলনকারীরা আরও জানান,  সময়ের প্রয়োজনে চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার সময় হয়েছে। সরকার এইসব চাকরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়িয়ে দিলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে বলে জানান।

Link copied!