ঢাবি ছাত্র মাহবুব আদরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২২, ০৮:০৯ পিএম

ঢাবি ছাত্র মাহবুব আদরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

গত ১৭ মার্চ ট্রেনে কুষ্টিয়া যাওয়ার পথে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মাহবুব আদর। এটিকে পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। 

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 'মাহবুব আদর এর নৃশংস হত্যাকাণ্ড ও খুনিদের বিচার দাবিতে' মানববন্ধনকালে এ দাবি করেন তারা। 

মার্কেট বিভাগের শিক্ষার্থী রিয়াজ আহমেদ বলেন, "মাহবুব তার মায়ের সঙ্গে রাত ১২ টায় কথা বলে। কিন্তু এর পর তাকে ফোন দিলে আর পাওয়া যায় নি। আমরা যোগাযোগের চেষ্টা করেও আর পাই নি। সকালে আমরা দুর্ঘটনার খবর পাই। পরে তার ফোন চেক করে দেখা যায়, সে ফেসবুকে রাত ৩ টায় পোস্ট করে। অথচ ছবিটি তোলা হয়েছিল রাত ১ টায়। রেলের সিসিটিভি চেক করে দেখা যায়, ট্রেনটি পাকশী ব্রিজ অতিক্রম করে রাত ২.৩০ মিনিটে। অথচ পরের দিন তার লাশ উদ্ধার করা হয় ব্রিজের কাছ থেকে। 

 

Link copied!