জাল টাকার মামলায় পাপিয়া-সুমনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২১, ০২:১৭ এএম

জাল টাকার মামলায় পাপিয়া-সুমনের বিচার শুরু

জাল টাকার মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

 

রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা জাল টাকার মামলায় রবিবার (২২ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই আদেশ দেন। আগামী ১৯ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ মনিরুজ্জামান।

কৌঁসুলি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দণ্ডবিধির ৪৭৯ (সি) ধারায় পাপিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার অপর দুই আসামি হলেন সুমনের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার (২৯) ও পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তায়িবা নূর (২২)।

পিপি বলেন, পাপিয়াসহ চার আসামিকে আদালতে হাজির করা হলে তাঁদের আইনজীবী এই মামলা থেকে আসামীদের অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। এ সময় পাপিয়াসহ চারজনকে তারা দোষী নাকি নির্দোষ সেবিষয়ে প্রশ্ন করা হলে, তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়ার স্বামী মফিজুর রহমান সুমন ও ব্যক্তিগত সহকারী সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তাঁর ব্যক্তিগত সহকারী তায়িবাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ২৩ ফেব্রুয়ারি পাপিয়ার ফার্মগেটের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, ২০টি পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় পাপিয়া, তাঁর স্বামী ও দুজনের ব্যক্তিগত সহযোগীর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। তারা এখন কারাগারে রয়েছেন।

 

Link copied!