টিকা ক্রয় ও মেগা প্রকল্পগুলোতে কোন দূর্নীতি হয়নি : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২২, ১০:১৯ পিএম

টিকা ক্রয় ও মেগা প্রকল্পগুলোতে কোন দূর্নীতি হয়নি : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সম্প্রতি অনেকেই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। করোনার টিকা নিয়ে বলছে নাকি আমরা দুর্নীতি করেছি কিন্তু ঠিক কোন জায়গায় দুর্নীতি হয়েছে সেটা কেউ বলতে পারছে না। এফবিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে ব্র্যান্ডিং করেন। প্রত্যেক বিদেশ সফরে তিনি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে যান। 

বিভিন্ন সংস্থা ভুল সিদ্ধান্ত দেয়

এলডিসি গ্রাজুয়েশনের আগের চার বছর মোটেও কম সময় নয় উল্লেখ করে মুখ্য সচিব বলেন, বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে, তাতে এই সময়ের মধ্যে বিভিন্ন সংস্থার করা হিসাব পরিবর্তন করে দেবে। এসময় তিনি ভ্যাকসিন ক্রয় ও মেগা প্রকল্পগুলোতে কোন দূর্নীতি হয়নি বলে জানান। 

তিনি বলেন, আমাদের মেগা প্রকল্পগুলো জাইকা,চীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি তত্ত্বাবধায়নে হয়ে থাকে। তাহলে কি তারাও দুর্নীতিবাজ। তাদেরকে কেন কেউ দুর্নীতিবাজ বলছে না।

সূচকের পরিমাপ সঠিক নয়

বিভিন্ন সময়ে বাণিজ্যিক যে সব সূচক দেয়া হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক নয়। তিনি বলেন, ডুয়িং বিজনেস ইনডেক্সে বলা হয়েছে যে আমরা নাকি বিদ্যুৎ সংযোগ দিতে ২৪৬ দিন সময় নেই। কোন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪৬ দিন সময় বসিয়ে রাখে বিদ্যুৎ সংযোগ না নিয়ে।

Link copied!