ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২১, ০৫:৩৬ পিএম

ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে হেফাজতের নেতাকর্মীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি তালশহর এলাকায় আসার পর হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছুড়ে।

এর ফলে নিরাপত্তাজনিত কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সোনারবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেয়া হচ্ছে। এ ছাড়া ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠনের নেতাকর্মীরা হরতাল পালন করছেন। হরতালের কারণে জেলা শহরেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন দোকানপাট ও মার্কেটও বন্ধ রয়েছে।

শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যেতে দেখা যায়নি। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন হরতালকারীরা।

Link copied!