দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২২, ১০:৪১ পিএম

দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বুধবার (৫ জানয়ারি) গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৯০ জন মারা গেলেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে ঢাকায় দুইজন মারা গেছেন। মৃত অন্যজন রাজশাহী বিভাগের।

বুধবার গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার একদিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৭৭৫ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৬৭৪। এনিয়ে দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২১ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৮৯২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার ১৩ দশমিক ৭১।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Link copied!