পাকিস্তান হাইকমিশনের ফেসবুকে ‘পতাকা বিকৃতি’, ছবি সরাতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২২, ০৭:০২ এএম

পাকিস্তান হাইকমিশনের ফেসবুকে ‘পতাকা বিকৃতি’, ছবি সরাতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুকে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে যে ছবি প্রকাশ করেছে তা শনিবার বিকেল ৫টায় নামিয়ে নিতে বা মুছে ফেলতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার পাকিস্তান হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছবিটি মুছে ফেলতে বলা হলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে ছবিটি সরায়নি বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কাভার ফটোতে থাকা ছবিটির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত হওয়ার পর আজ (শনিবার) বিকেলে ছবি মুছে ফেলার জন্য বলা হয়েছে। পাকিস্তান হাইকমিশন ওই ছবিটি সরিয়ে ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।  

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ জুলাই) বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে একটি ছবি প্রকাশ করে। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। 

তবে দুদিনব্যাপী সমালোচনার পরও শনিবার সন্ধ্য রাত সাড়ে ৯টা পর্যন্ত হাইকমিশনের ফেসবুক পেজে ছবিটি প্রদর্শিত হতে দেখা যায়।

এদিকে,পাকিস্তান হাইকমিশনের এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর গণমাধ্যমকে বলেন, “এটি পাকিস্তান দূতাবাসের ধৃষ্টতা। তারা এখনো একাত্তরের পরাজয় ভুলতে পারেনি। বিভিন্ন সময় বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিয়ে কটাক্ষ করে। তারা মাঝে মধ্যে বিকৃত পরীক্ষা চালিয়ে দেখে বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে কিনা। কেবল ছবি নামালেই হবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত তাদের ডেকে শক্ত প্রতিবাদ জানানো।”

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদে বলা হয়, সম্প্রতি মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত ছিলো পাকিস্তান। ঢাকায় তাদের হাইকমিশন অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। যা বাংলাদেশের পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে,কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকায় পাকিস্তান হাইকমিশন পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। তাই ছবি নামালেই চলবে না। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ জানানো উচিত।

Link copied!