বরিশালের ঘটনা স্থানীয় ও বিচ্ছিন্ন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২১, ০১:৪৯ এএম

বরিশালের ঘটনা স্থানীয় ও বিচ্ছিন্ন: তথ্যমন্ত্রী

 

বরিশালে ক্ষমতাসীন দলের মেয়রের সঙ্গে প্রশাসনের বিরোধ একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে কোনো সঙ্কট তৈরি হয়নি। এমনটাই দাবী করেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রবিবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

 

গত বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনের সামনে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমর্থক নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

 

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দান এবং হত্যার উদ্দেশ্যে আঘাত ও গুলিবর্ষণের অভিযোগ এনে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বেনামে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। পাল্টা মামলার আবেদন হয়েছে ইউএনও ও পুলিশের  বিরুদ্ধেও। 

 

তথ্যমন্ত্রী বলেন, ‘বরিশালের ঘটনাটি একান্তই স্থানীয়। সেখানে ত্বরিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে বেরিয়ে আসবে আসলে কী ঘটেছিল। তার আগে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই’।

 

আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়রকে আসামি করে প্রশাসনের মামলায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হল কিনা এবং সরকার এতে বিব্রত কি না- এমন প্রশ্নের জবাবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘এটি একটি স্থানীয় ঘটনা, বিচ্ছিন্ন বিষয়। মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে। ইতোপূর্বে অনেক মেয়রের বিরুদ্ধেই মামলা হয়েছে, এটি প্রথম নয়। অভিযোগ দায়ের হতেই পারে, তবে অভিযোগ সঠিক কিনা তদন্তেই তা বেরিয়ে আসবে’।

 

 

Link copied!