বাংলা একাডেমির পরিচালকের ছেলেকে মারধোরের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২১, ০৬:৫৬ পিএম

বাংলা একাডেমির পরিচালকের ছেলেকে মারধোরের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে রিশাদ হুদাকে মারধর করা হয়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট রিশাদ হুদাকে ছাত্রলীগের সাবেক একজন নেতার নেতৃত্বে মারধোর করা হয় বলে জানা গেছে।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানা এলাকায় রিশাদকে মারধর করা হয়। এ ঘটনায় শাহবাগ থাসা পুলিশ ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে আটক করেছে।

শাহবাগ থানার ইন্সপেক্টর কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, কাঁটাবনে গাড়ির হর্ন দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মারধরের ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে।

রিশাদের সহকর্মী বনি ইবনে কামাল সংবাদমাধ্যমকে বলেন, শনিবার (২০ নভেম্বর) বিকেলে কাঁটাবন থেকে মোটরসাইকেলে করে শাহবাগ যাচ্ছিলেন রিশাদ। সেসময় তার সামনে একটি ব্যক্তিগত গাড়িকে হর্ন দিয়ে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলে রিশাদকে গালাগাল করেন ওই চালক। এ নিয়ে তাদের মধ্যে তর্কের একপর্যায়ে তিন–চারজন রিশাদকে মারধর করে।

Link copied!