বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের নিয়ে টুইটারে ফিফার পোস্ট

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২২, ১১:২৮ পিএম

বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের নিয়ে টুইটারে ফিফার পোস্ট

কাতারে চলছে বিশ্বকাপ ফুটবলের এবার বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস নিয়ে টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করেছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন বা ফিফা। মঙ্গলবার ফিফার অফিশিয়াল টুইটারে এ ছবিগুলো পোস্ট করা হয়। 

গতকাল সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। একটিমাত্র গোলেই ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেছেন ক্যাসিমিরো।

প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল চমক দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। কিন্তু ক্যাসিমিরো ম্যাজিকে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা নিশ্চিত হয়ে যায়।

সুইসদের বিপক্ষে এ ম্যাচে নেইমারের অভাবটা টের পেয়েছে ব্রাজিল। সুইসদের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেললেও ৮৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে গোলের জন্য।

ব্রাজিলের এমন জয়ে উল্লাসে মেতে উঠেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। সমর্থকদের সেই উল্লাসের ছবিগুলোই প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

ফিফা কর্তৃপক্ষ তাদের টুইটে লিখেছে, ফুটবল ছাড়া অন্য কোনো কিছু মানুষকে এভাবে একত্রিত করতে পারে না। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি বাংলাদেশের ঢাকায়।

এর আগে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস নিয়ে টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করেছিল ফিফা।

Link copied!